চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুত করার অভিযোগে একটি বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, ও বিক্রির অপরাধে কর্ণফুলী ফুড বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিল খার হাটে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, উপজেলার ফাজিল খার হাট এলাকায় অভিযান পরিচালনায় সময়ে কর্ণফুলী ফুড বেকারি অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করে আসছিল। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল দুর করতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।