সারাদেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকার তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
আজকের পত্রিকা কর্ণফুলী প্রতিনিধি মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, জুলধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, ইউসিবিএল কর্ণফুলী শাখার ম্যানেজার জসিম উদ্দিন আমজাদী, কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, প্রথম আলো প্রতিনধি মো. মোরশেদ হোসেন, আজাদীর পটিয়া-কর্ণফুলী প্রতিনিধি শফিউল আজম, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ সুমন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী, সাংবাদিক মো. ওসমান হোসাইন, গিয়াস উদ্দিন টিটু, সমকাল প্রতিনিধি আকরাম হোসেন রানা, আকাশ শীল, নেজাম উদ্দিন, মো. মহিউদ্দিন, মো. জুনায়েদ, মতিউর রহমান মাহি, ইকবাল তালুকদার, মো. রাসেলসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, বাজারে আসার মাত্র দু’বছরের মাথায় আজকের পত্রিকা গণমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অল্প সময়ের মধ্যে অসাধারণ পেশাদারিত্বের মাধ্যমে আজকের পত্রিকা দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে।
তিনি আরও বলেন, কর্ণফুলীসহ দেশের চলমান উন্নয়নে আগামীতেও আজকের পত্রিকা’র বলিষ্ঠ লেখনির মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। একই সঙ্গে কর্ণফুলীর অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্যের সবকিছু নিয়ে আজকে পত্রিকা যেন সত্যের মিছিলে থেকে চলতে থাকে সেই প্রত্যাশা করছি। এসময় তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে আজকের পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
প্রেসক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়ন বলেন, অনেক পত্রিকার ভিড়ে থেকে সহজেই পাঠকরা আজকের পত্রিকাকে খুঁজে পায়। তার কারণ হলো, আজকের পত্রিকার স্বকীয়তা। সংবাদপত্রের বর্তমান কঠিন প্রেক্ষাপটেও অনেকটা শক্ত অবস্থান ধরে রেখে আজকের পত্রিকা বহু দূরের পথ অতিক্রম করছে। এটি সত্যি প্রশংসনীয়।
মন্তব্য নেওয়া বন্ধ।