কর্ণফুলীতে উদ্ধারকৃত জমিতে বিনোদন পার্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্ধার করা সাড়ে ৪ একর জমিতে বিনোদন পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আশ্রয় প্রকল্পের পাশে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি পুকুরসহ সাড়ে চার একর জমিতে এ কার্যক্রম শুরু করা হয়। উদ্ধারকৃত জমি পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সরকারি পুকুর দখলে রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাঈল। দীর্ঘ ২৫ বছর ধরে ওই পুকুরে তিনি মাছ চাষ করে তা বিক্রি করেন। অভিযুক্ত মোহাম্মদ ইসমাঈল কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। গত ১৭ মার্চ উপজেলা প্রশাসন অবৈধ দখলে থাকা পুকুরটি উদ্ধার করে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, বিনোদন পার্ক হিসেবে প্রথম দিন পুকুরে চারকি নৌকা (কায়াক) নামানো হয়েছে। পর্যায়ক্রমে সেখানে বসার ও হাঁটাচলার জায়গা এবং পুকুরগুলোতে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

মন্তব্য নেওয়া বন্ধ।