চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৮৫ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গতবারের চেয়ে অনেকটায় কম। তবে বৃদ্ধি পেয়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। যা গতবারের চেয়েও বেশি।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, কর্ণফুলী উপজেলায় এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ সংখ্যা বাড়লেও কমেছে পাশের হার। ৭ বিদ্যালয়ে পাসের হার ৮৫ দশমিক ৩ শতাংশ এবং ৩ মাদ্রাসার দাখিলে ৮০ দশমিক ৩৯ শতাংশ পাশের হার। আর জিপিএ ৫ পেয়েছেন ৫৭ জন শিক্ষার্থী।
তিনি জানান, এ উপজেলায় ৭টি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ১৩১জন শিক্ষার্থী ও তিনটি মাদ্রাসায় ১৬৪জন পরীক্ষার্থী পাশ করেছেন। আর জিপিএ ৫ পেয়েছেন ৫৭ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ পাশের হার ৯১ দশমিক ২২ শতাংশ আজিম হাকিম স্কুল এন্ড কলেজে। আর জিপিএ সংখ্য বেড়েছে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে। এখানে ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩৩৯ জন শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছেন ২৪ জন।এছাড়াও তিনটি মাদ্রাসায় ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৬৪ জন শিক্ষার্থী।
মন্তব্য নেওয়া বন্ধ।