চট্টগ্রামের কর্ণফুলীতে ইঞ্জিন থেকে আগুন লেগে একটি মিনিট্রাক আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার মইজ্জ্যেরটেক ইউনুস মার্কেটের ফুট ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.শোয়াইব ইসলাম বলেন, চলন্ত মিনিট্রাকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করি আমরা। কিন্তু সড়কে যানযটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের দেরি হয়ে যায়। যার কারণে আমাদের সহযোগিতা নিতে হয় নগরীর লামাবাজার ফায়ার সার্ভিস টিমের। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ক্ষতিগ্রস্ত মিনিট্রাকের চালক মোহাম্মদ মিজান জানায়, শনিবার সন্ধ্যায় শহরে যাওয়ার সময় চলন্ত গাড়িতে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। দ্রুত জীবন বাঁচাতে নামিয়ে পড়ি এবং স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে জানায়।
মন্তব্য নেওয়া বন্ধ।