চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার দুপুরে বড়উঠান ও জুলধা ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম ও জুলধার চেয়ারম্যান হাজী নুরুল হকসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।