কর্ণফুলীতে চোলাই মদসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে ৪৫ লিটার চোলাই মদসহ মো. ওবাইদুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজলে করিম চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওবাইদুল একই এলাকার মৃত কবির আহমদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির এসআই অমিতাভ দত্ত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ২২ হাজার টাকা। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত ওবাইদুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।’

মন্তব্য নেওয়া বন্ধ।