চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটায় পতেঙ্গা থেকে একটি এবং আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী ব্রিজের নিচ থেকে আরও ৩টি মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ডক কর্মচারী রহমত উল্লাহ, ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সাইফুল ইসলাম ও আবদুর রহিম। মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।