চট্টগ্রামের কর্ণফুলীতে মুদির দোকানে তেল কিনতে গিয়ে দোকানির মারধরের শিকার হয়েছেন সাইফুল ইসলাম (১৪) নামে এক কিশোর। এরপর ক্রেতার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বোনকে তুলে নিয়ে মারধরও করেন তারা।
গত সোমবার (৯ জুন) রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে এঘটনা ঘটে। তাদের মারধরে গুরুতর আহত হয়েছেন কিশোর সাইফুল ইসলাম (১৪) ও তার বড়বোন আফরোজা জামাল হিজবা (১৭)।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তরুণী আফরোজা জামালকে উদ্ধার করে। আহতরা দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বুধবার (১১ জুন) রাতে আহতদের মা খালেদা আক্তার (৩৩) বাদী হয়ে কর্ণফুলী থানায় একই এলাকার মুদির দোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির প্রকাশ লেদু (৫৬), নুর খাতুন (৩৬)কে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত আরও ৫ জনকে।
মামলার এজাহার সূত্র ও আহতরা জানায়, শিকলবাহার মালুম বাড়ির সামনে অভিযুক্ত খোরশেদের মুদির দোকান থেকে কিশোর সাইফুল ইসলাম হৃদয় সয়াবিন তেল কিনতে যান। তেলের মধ্যে ময়লা থাকায় প্রতিবাদ করে সে। এ সময় দোকানি ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারে। এরপরই দোকানি খোরশেদ লোকজন নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালায় এবং ঘর থেকে তার বড়বোন আফরোজা জামাল হিজবাকে (১৭) তুলে নিয়ে মারধর করে।
মামলার বাদী খালেদা আক্তার অভিযোগ করে বলেন, আমি আহত মেয়েকে নিয়ে হাসপাতালে। এখনও পর্যন্ত কোনো আসামীও গ্রেপ্তার করেনি পুলিশ। থানায় মামলা করায় মুদির দোকানি লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে আমার স্বামীকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
মন্তব্য নেওয়া বন্ধ।