কর্ণফুলীতে দুই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নিলো প্রতারক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকার হিন্দুপাড়ায় সরকারি সহযোগিতার কথা বলে শিখা সেন ও মিল্কি বসু নামে দুই নারী থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনার ঘটেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কর্ণফুলীর মইজ্জ্যেরটেক এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে সকালে বন্দরের নিজ বাড়িতে যাওয়ার জন্য সিএনজিতে ওঠেন শিখা সেন ও মিল্কি বসু নামে দুই নারী। ওই গাড়িতে যাত্রীবেশে আরও দুইজন লোক ওঠেন। সিএনজিটি উপজেলার চাতরী চৌমুহনী বাজারের পশ্চিমে ইউসিবিএল ব্যাংকের পাশে পৌঁছালে সিএনজিতে থাকা বাকি দুইজন ওই নারীদের হাতে একটি ১০ টাকার নোট ধরিয়ে দিয়ে বলেন, এখানে চেয়ারম্যান সহযোগিতা দিচ্ছে, আমরা চেয়ারম্যানের লোক। পরে সাহায্যের কথা বলে কৌশলে হাতিয়ে নেন সব স্বর্ণালংকার ।

ভুক্তভোগী শিখা সেন ও মিল্কি বসু বলেন, গাড়িতে তারা আমাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে একটি ১০ টাকার নোট দিয়ে দেয় এবং সরকারি সহযোগিতার কথা বলে। তবে সহযোগিতা পাওয়ার আগে আমাদের গলার হার, কানের দুলসহ টাকা পয়সা তাদের জমা দিতে বলে। এমনটা না করলে আমাদের সহযোগিতা দিবে না বলে জানায়। এরপর একজন লোক একটি ৫ লিটারের সয়াবিন তেলের বোতলও এনে দেয়। এর মাঝখানে আমরা অজ্ঞান হয়ে যাই। এর কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি তারা আমাদের সবকিছু নিয়ে চলে গেছে।

এই দুই নারী আরও বলেন, গয়নাগুলো সব পুত্রবধু থেকে নিয়ে এসেছিলাম। এখন ঘরে গিয়ে কি জবাব দিবো বুঝতেছি না।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ওই এলাকার সিসি ক্যামরার ভিডিও ফুটেজ গুলো দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। তবে এ ঘটনার ক্ষতিগ্রস্ত কেউ এখনও কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।