পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দুই হাজার নেতাকর্মীকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে ঈদ উপহার দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
বুধবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার চরপাথরঘাটা কুইদ্দেরটেক এলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলার ৫ ইউনিয়নের নেতাকর্মীদের হাতে এসব ঈদ উপহার প্যাক তুলে দেন হায়দার আলী রনি।
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খাঁন, চরলক্ষ্যা ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বড়উঠান ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খাঁন, চরপাথরঘাটা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজা, উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক মার্শাল মনির আহমদ, ওয়াজেদ উদ্দিন আজাদ, আবদুল মাবুদ বাবুল।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে প্রতিবছরের ন্যায় এবারও নেতাকর্মীদের জন্য এ ঈদ উপহার দেওয়া হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।