কর্ণফুলীতে নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার

0

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে আরেক পর্যটকের মরদেহ।

বুধবার নিখোঁজ হওয়া অপূর্ব সাহার (১৯) মরদেহ বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে নদীর পাড় থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে শিলছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা বাবু এবং বাচ্চু কৃষিকাজে বাগানে যাওয়ার সময় মরদেহটি সীতারঘাটের পাশেই ভেসে থাকতে দেখে।

তারা স্থানীয় প্রশাসন, ইউপি সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসা ৬ পর্যটক কর্ণফুলী নদীতে শখের বসে গোসল করতে নামলে ২ পর্যটক কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় তলিয়ে যান। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী এক বুন্ধ লোকেশ বৈদ্যের মরদেহ বুধবার উদ্ধার করে এবং আরেক বন্ধু অপূর্ব সাহার মরদেহ নদীর পাড়ে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।