চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।
নিহত শিশুর নাম মোছাম্মৎ ইলিছা আক্তার। তিনি চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ির মো. হেলালের বড় মেয়ে। শিশু ইলিছা আজিম হাকিম স্কুলের ক্লাস ওয়ানে পড়তো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই শিশু আজ দুপুরে বাড়ির পাশে খেলা করেছিলো। পরে অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশে খোঁজ করতে শুরু করে পরিবারের লোকজন। পরে তারা বাড়ির পাশের পুকুরে যান।
এ সময় পুকুরের পানিতে ভাসতে দেখে তারা দ্রুত ইলিছাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।