চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ পারভেজ (২০) নামে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) রাতে বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরাত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর বড়উঠান ফকিনীর হাট এলাকার মোহাম্মদ ফোরকানের পুত্র।
নিহতের চাচা মোহাম্মদ রাসেল জানান, রাতে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় সে। ঘরে আসতে দেরি হওয়ায় তার মা খুঁজতে গিয়ে দেখে পানিতে ভেসে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।
সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষা করেন। আজ মঙ্গলবার দুপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
মন্তব্য নেওয়া বন্ধ।