কর্ণফুলীতে প্রেমিকের হাত-পা বেঁধে নখ তুলে নিলো প্রেমিকার পরিবার

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পুরানো প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মোহাম্মদ আলমগীর (২৮) নামে এক যুবক।

গত শুক্রবার রাতে বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাটের একটি ভাড়া বাসায় পুরনো প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে এ ভয়াবহ নির্যাতনের শিকার হন এ যুবক।

মুঠোফোনে ডেকে নিয়ে চোখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে বেধড়ক মারধর এবং পরে তুলে ফেলা হয় হাত-পায়ের নখ। মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিকার পোশাক কর্মী হাবিবা আক্তার (২৩) ও পরিবারের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিল খার হাট এলাকায় থেকে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মারধরের শিকার আলমগীর বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুরের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। সে পেশায় বাস চালক।

আহতের স্বজনরা জানান, বড়উঠান ইউনিয়নের পোশাক কর্মী হাবিবা আক্তার (২৩) তাকে প্রেমে ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। এরপর রাতভর আটকে রেখে বেধড়ক মারধর করে এবং চোখে গামছা বেঁধে
হাত-পায়ের নখ তুলে নেয়।

আহতের বড়ভাই মো. জসিম উদ্দিন বলেন, আমার ভাই অপরাধ করলে পুলিশ-প্রশাসনের কাছে তুলে দিতো, কিন্তু অমানবিক নির্যাতন করবে কেন? আমার ভাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। আমরা এটার বিচার চাই।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।