চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি বরফকলের অ্যামোনিয়া গ্যাসলাইনে লিকেজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গ্যাস লাইন লিকেজের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাটা এলাকার ওই বরফকলের পাইপ লাইন লিক হয়ে প্রায় এক ঘণ্টা ধরে অ্যামোনিয়া গ্যাস ছড়ায়।
ওসি বলেন, ‘চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ভাই শেখ আহমেদ ওই বরফকলের মালিক। লাইনের বাল্ব ভেঙে গ্যাস বের হতে শুরু করে।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার দিকে লাইনটি বন্ধ করে দেয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।