চট্টগ্রামের কর্ণফুলীতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মুনতাহা নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৯ নম্বর ওয়ার্ড রাজ্জাক মেম্বার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে দ্রুতগতির বালুবাহী ড্রাম ট্রাক (চট্টমেট্রো শ ১১-১৬৭৫) ধাক্কা দিয়ে পালিয়ে যায় চালক। এ সময় শিশুটিকে মাথায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।