চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির নেতা ও চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঈন উদ্দিনের বিরুদ্ধে অপহরণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় স্থানীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভে নারী-পুরুষসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
চরপাথর ঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মির্জা বাহার উদ্দিন, সাবেক সদস্য মো. ইসমাইল মির্জা, মোহাম্মদ সাদাত, মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, শ্রমিক দলের সভাপতি মো. সোলায়মান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিএম জসীম উদ্দীন, কর্ণফুলী নদী সম্পদ মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পিয়ার আলী, সহ সভাপতি জাফর আহমদ, শাহিনুর আকতার প্রমুখ।
এরআগে, গত ৭ মার্চ উপজেলা বিএনপির নেতা ও চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঈন উদ্দিনসহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন চরপাথরঘাটা ইউনিয়নের শাহ আলমের পুত্র মো. শহীদুল আলম (৩২)। মানববন্ধনে বক্তারা বিএনপির নেতা মো. মঈন উদ্দিন, ব্যবসায়ী মীর্জা মুহাম্মদ আজাদসহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলাটি প্রত্যাহারে দাবী জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।