চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
তারা হলেন—সহকারী পরিদর্শক (এসআই) আবদুল হালিম এবং তার সঙ্গে থাকা দুইজন কনস্টেবল। তাঁদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনারদিন পুলিশের পেট্রোল টিমের টহলরত অবস্থায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে।
গত শনিবার রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থলের মাত্র ১০ ফুট দূরে থাকলেও ধাওয়া দেয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরে বৃহস্পতিবার দায়িত্ব অবহেলার কারণে ঘটনাস্থলে ডিউটিতে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।