চট্টগ্রামের কর্ণফুলীর সিডিএ আবাসিক এলাকায় চালককে গাছের সঙ্গে বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
এর আগে, গতকাল সোমবার রাতে বাশঁখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাঁশখালীর চেচুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে তারেক (৩০) ও একই এলাকার মনির আহমদের ছেলে শাকিল (২৯)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক সিডিএ আবাসিক এলাকায় চালককে গাছের সঙ্গে বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটির মালিক বাঁশখালী উপজেলার মিজানুর রহমান বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।
মামলা এজাহার সূত্রে জানা গেছে , যাত্রীবেশে আসামিরা গত ১০ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালী চেচুরিয়া এসকেবি ক্লাবের সামনে থেকে মইজ্জ্যারটেক যাওয়া এবং ফের একইস্থানে আসার জন্য ১ হাজার টাকায় সিএনজি অটোরিকশা ভাড়া করে। পরে অটোরিকশা চালক মামুনুর রশীদ তাদের দু’জনকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক নিয়ে আসেন। রাত ৮টার দিকে আসামিরা কৌশলে মামুনকে সিডিএ আবাসিকের ভেতরে নিয়ে গিয়ে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে ব্যাপক মারধর করেন সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কর্ণফুলী মামলা দায়ের করার পর বাঁশখালীর বৈলছড়ি এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘চালককে মারধর করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে বাঁশখালী থেকে গ্রেপ্তারে করা হয়েছে। ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।’
মন্তব্য নেওয়া বন্ধ।