কর্ণফুলীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বার।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস.এম মামুন মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, মো. সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন, যুবদল নেতা মাহবুব আলম জনি, শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল, আবুল বশর, ইঞ্জিনিয়ার শাহজান জুয়েল, মো. ইয়াছিন, মির্জা নাছির, সদস্য শামীমুর রহমান ফয়সাল, শাহেদুল আলম টিটু, আউয়াল, আতা উল্লাহ, তসলিম, জাহিদুর রহমান লিটন, শাহজাদা মহিউদ্দিন, জহিরুল ইসলাম (জহির), আব্দুল মজিদ, দেলোয়ার, মো. সুমন, মামুনুর রশিদ মাহির, ইমতিয়াজ জাবেদসহ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস.এম মামুন মিয়া বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখেছে। আর তাদের ভোট বিএনপিকে দেওয়ার জন্য পছন্দের দল হিসেবে বেছে নিয়েছে। আগামী নির্বাচনে তার ব্যতিক্রম হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন সবাই ঐক্যবদ্ধভাবে তাঁকে জয়ী করতে কাজ করবে।’

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে এবং দাঁতভাঙ্গা জবাব দিতে যুবদল রাজপথে ছিলো আছে, থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার ৫০০ দুঃস্থ ও অসহায় পরিবারকে বিনামূল্যে খাদ্য সামগ্রী চাউল বিতরণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।