কর্ণফুলীতে যুবলীগের বর্ধিত সভা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে উপজেলার একটি কনভেনশন হলে যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম হকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক বলেন, ১৯৭৫ সালের আগস্ট মাসে বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করবে উপজেলা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষ্যে পুরো আগস্ট মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তব্য আরও রাখেন—উপজেলা যুবলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, ওয়াজ উদ্দীন আজাদ, হাসান মুরাদ সাগর, আলাউদ্দিন মিয়া, দেবরাজ রতন, শফিকুল কুদ্দুন মনি, হারুনুর রশীদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আলমগীর বাদশা, শহীদুল্লাহ শহীদ, মীর্জা মাহবুব, সেলিম উদ্দিন, শাহাদত হোসেন রিটন, রাশেদ রানা, এডভোকেট মহসিন, জাহাঙ্গীর আলম জয়, ফয়সাল কবির, নেজাম উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ইদ্রিছ, এম.এ রহিম, জিয়া উদ্দীন রিপন, এড. দিদারুল ইসলাম, ফখরুল আবেদীন জিকু, মোহাম্মদ ফারুক, মনির আহমদ, শহীদুল ইসলাম সৈয়দ, মহিউদ্দীন খোকন, ইনামুল হোসেন, সোলাইমুন কবির, মোহাম্মদ মুসা, সাইফুদ্দীন বিপ্লব, সাইফুল হাসান, মোহাম্মদ হানিফ, আনোয়ার সাদাত মোবারক, নুরুল ইসলাম নুরু, জাবেদ উদ্দীন চৌধুরী, মনির হোসেন ফরহাদ, মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, জাহেদুর রহমান জাহেদ, মোহাম্মদ ইকবালসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য নেওয়া বন্ধ।