চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি লোহার ব্রীজের নিচে বসা জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন, একই সামির উদ্দিন (৩০), নুর উদ্দিন (২৬), মো. রিদওয়ান (৩৪) ও মো. জসিম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা দায়ে হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডে লোহার ব্রীজের নিচে জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পালানোর সময় ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।