চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছরের এক তরুণীকে শ্লীলতাহানী ও ধর্ষণচেষ্টার অভিযোগে ওমর ফারুক (২৮) নামে এক যুবককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার ( দ১০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ইছানগর এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তারা শ্যালিকা দুলাভাই সম্পর্কে। আটক ওমর ফারুক চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পেঁজারবাপের বাড়ির মো. নাসির উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এঘটনা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার (৮ মার্চ) রাত একটার দিকে নিজের বউয়ের ছোটবোনকে শ্লীলতাহানী ও ধর্ষণচেষ্টা করেন দুলাভাই। ঘটনাটি স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের জানাজানি হলে পারিবারিকভাবে সমাধান করে পেলেন তারা। পরে সোমবার রাতে এক মহিলা প্রতিবেশী ঘটনাটি নিয়ে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্তকে আটকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যান।
ওসি মুহাম্মদ শরীফ আরও বলেন, তরুণীর পিতা বাদী হয়ে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।