কর্ণফুলীতে সংবর্ধনায় সিক্ত দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে ফুলের মালায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এলাকাবাসী এ সংবর্ধনার আয়োজন করে।

এ সময় প্রধান অতিথির প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, আপনাদের কস্টের কথা চিন্তা করে পরিষদের দায়িত্ব পালনের জন্য দিয়েছেন সরকার। আমি চেষ্টা করব শতভাগ সেবা নিশ্চিত করতে। শুধু পরিষদে না, এলাকায়-এলাকায় নিজে যাব সেবা প্রদানের জন্য। শুধু ফোন দিবেন, কোথায় যেতে হবে বলবেন শুধু আমি নিজেই যাব আপনাদের কাছে। এসময় তিনি একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন এবং আগামী রোববার তাঁর প্রথমকর্ম দিবসে সকলকে উপস্থিত থাকার জন্যও বলেন।

এর আগে, ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে প্যালেন চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এরপরই দুইবার ওই এলাকায় প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও তারা পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুলিয়ে দেন।

মন্তব্য নেওয়া বন্ধ।