কর্ণফুলীতে সড়কে বাড়ি নির্মাণ, এলাকাবাসীর বাধা

চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলার বড়উঠান ইউনিয়নে শাহমীরপুর-দৌলতপুর আবদুল জলিল সড়ক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এলাকাবাসীর পক্ষে মো. নুরুল আমিন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র ও স্থানীয়রা জানায়, এ সড়ক দিয়ে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও স্থানীয় দুই গ্রামের লোকজনের চলাচল করে। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্ব শাহমীরপুর এলাকার মো. সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি জোরপূর্বক সরকারি রাস্তার একাংশ দখল করে বাড়ি নির্মাণ কাজ শুরু করে। এতে স্থানীয় এলাকাবাসীরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখায়। এখনও বহিরাগত লোকজনদের দিয়ে চলমান রেখেছে ভবন নির্মাণ কাজ।

এ বিষয়ে জানতে চাইলে পূর্ব শাহমীরপুর এলাকার মো. সাদ্দাম হোসেন বলেন, সড়কের জন্য আমি জায়গা ছেড়ে দিয়েছি। এরপরও সড়কের জন্য যদি জায়গা প্রয়োজন হয়, সরকারি সার্ভেয়ার কিংবা নিরপেক্ষ কারও মাধ্যমে পরিমাপে আমি জায়গা ছেড়ে দিব।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পেলে পরবতী আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।