চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ ও বাথরুমের ট্যাংকি নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার দুপুরে স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন এর প্রতিবাদ জানান।
অভিযুক্তরা হলেন—পজেলার বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ তালুকদার বাড়িতে মো. ইদ্রিস ও আবদুস শুক্কুর।
স্থানীয়রা জানান, উপজেলার বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ তালুকদার বাড়ি এলাকায় মোহাম্মদ ইদ্রিছ নামে এক ব্যক্তি সরকারি সড়ক দখল করে স্থাপনা নির্মাণ ও একই এলাকায় আবদুর শুক্কুর নামের ওপর ব্যক্তি যাতায়াতের সড়কে নির্মাণ করছে বসতঘরের বাথরুমের পানির ট্যাকিং।
এ সময় স্থানীয়রা বাধা দিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলেন।
ঘটনাস্থলে আবদুর শুক্কুরের পুত্র মোহাম্মদ মানিক জানান, সড়কের জায়গা রেখে বাড়ি নির্মাণ কাজ করা হচ্ছে। সড়ক ৭ ফিট ঠিকই রয়েছে। শুধু তাদের হয়রানি করছে কিছু মানুষ। এবিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিসের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ বলেন, এটি এলাকার যাতায়াতের সড়ক। সড়কের উপর বাথরুমের ট্যাংকি ও ঘর নির্মাণ করছিল তারা। স্থানীয়রা প্রতিবাদ জানালে দুপুরে সকলে গিয়ে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়। বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে জানাব।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।