চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুদের রাজপথে জবাব দিবে স্বেচ্ছাসেবক লীগ। বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের প্রচেষ্ঠায় ব্যাপক উন্নয়ন হয়েছে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাশঁখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এমএ হাশেম, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম লিটু, প্রচার সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ওয়াসীম, জনশক্তি ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল জলিল লিটন, আবদুল করিম, জসিম উদ্দিন, আলম রোকন, হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ কবির মামুন, আবু তাহের, সোহেল চৌধুরী, দপ্তর সম্পাদক আলী আকবর সুজন, সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে লোকমান হোসেন দয়াল, আবদুল গফুর, মিজানুর রহমান, মোহাম্মদ ফারুক, সেলিম ওয়াহিদ কামরুজ্জামান মিন্টু, আহমদ নুর, মো. নুরুল আক্তার, মিজানুর রহমান, ইরফান আহমেদ রুবেল, মো. আব্দুল লতিফ, সোহাগ গাজী, আলী নুর, মাহবুব আলম, মো. ইসমাইল, মো. সিরাজুল মোস্তফা, খুরশেদ আলম, সোহেল আরমান, বাবুল আহমেদ, মো. আলাউদ্দিন, সোহেল হায়দার, মো. জসিম উদ্দিনসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
এসময় আগামী জুলাইয়ে মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন নেতৃবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।