চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারে শেষদিনে চেয়ারম্যান পদে মাহবুব আলম তারা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী বেগম তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর।
তিনি বলেন, সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারে শেষদিনে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন এবং আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী ও চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আহমদ, মো. আবদুল হালিম ও যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোমেনা আকতার নয়ন, ডা. ফারহানা মমতাজ, রানু আকতার ও বানাজা বেগম।
মন্তব্য নেওয়া বন্ধ।