চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন বৈরাগী এলাকা থেকে ৯৩ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর বৈরাগী এলাকায় একটি বাসভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুর রহিম (৩০)। সে কর্ণফুলী থানার বদলপুরের মো. ইলিয়াসের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে খাটের নিচে দুটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আসামির নিজ হাতে বের করে দেয়া মতে ইট সাদৃস স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা বলেও জানান তিনি।