কর্ণফুলীর অবৈধ স্টেশনে ট্রাফিকের ‘গাছের টব’

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় অবৈধ সিএনজি স্টেশন ও বিভিন্ন গাড়ির অঘোষিত স্টেশন গড়ে উঠেছে। যার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে। যা যাত্রীদের ভোগান্তি সুষ্টি করছে।

বৃহস্পতি ও শুক্রবার (১৭ জানুয়ারি) এ যানজট চার কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। যাত্রীদের এসব ভোগান্তি কমাতে চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উদ্যোগ গ্রহণ করেছেন কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনর্চাজ আবু সায়েদ।

সদ্য যোগদানের পর সড়কের এসব অবৈধ সিএনজি স্টেশন ও বিভিন্ন গাড়ির অঘোষিত স্টেশন উচ্ছেদ করে সেখানে বসিয়ে দিয়েছেন গাছের টব। এ ছাড়াও লাইসেন্স বিহীন অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে নিচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাও।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনর্চাজ আবু সায়েদ বলেন, পুলিশ কিংবা ট্রাফিকের একার পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না। এজন্য চালক ও যাত্রীদের সহযোগিতা প্রয়োজন। চালকরা নিয়ম মেনে গাড়ি চালালে কখনো যানজট সৃষ্টি হয়না। যতদিন আছি চেষ্টা করব ভাল সেবা দিতে।

মন্তব্য নেওয়া বন্ধ।