টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে। পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্থ হয়েছে চন্দ্রঘোনা ফেরীঘাটের পল্টুন। যার কারণে সোমবার থেকে বন্ধ রয়েছে ফেরী পারপার।
মঙ্গলবার (৮ আগষ্ট) চন্দ্রঘোনা ফেরীঘাটে সরজমিনে গিয়ে দেখা যায় ফেরীঘাটের রাইখালী অংশে এই ঘটনা ঘটেছে।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বর্ষণে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ার ফলে ফেরীঘাটের পল্টুন গত সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ হয়। আমাদের ফেরীঘাটের পল্টুনগুলো যেখানে বাঁধা থাকে সেখানে দুইটি পিলার কর্ণফুলী নদীর তীব্র স্রোতে উপড়ে যায়। এবং গ্যাং ওয়ে ব্রীজের নিচে দুইটি চাকা ক্ষতিগ্রস্থ হয়। ভেঙে যাওয়াতে এগুলো কিন্তু ওয়েরলিং ছাড়া ঠিক করা সম্ভব হবেনা।
তিনি আরও বলেন, গতকাল সোমবার আমরা চেষ্টা করেছিলাম এটি মেরামত করতে। কিন্তু জোয়ারের পানির স্রোতে এগুলো ঠিক করা সম্ভব হয়নি। বৈরি আবহাওয়া অনুকুলে না আসলে এটা ঠিক করা সম্ভব হচ্ছেনা। তবে মঙ্গলবার পজিশনিং করা হয়েছে, নদীর পরিবেশ ঠিক থাকলে ওর্য়েলিং এর দিকে যাবো। যার কারণে আপাতত ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।
জরুরী ভিত্তিতে ফেরি চালানো অনেকটা ঝুঁকিপূর্ণ হবে বলেওি জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।