কর্ণফুলী উপজেলার ইউপি নির্বাচন, মনোনয়ন জমা ৫৬ জনের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় শেষ মুহূ‌র্তে উৎসবমুখর পরিবেশে ম‌নোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা।

মঙ্গলবার (১৭ মে) আসন্ন নির্বাচ‌নের ম‌নোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন নির্বাচন কমিশনে ভিড় দেখা যায় প্রার্থীদের। নৌকা-স্বতন্ত্র তিন ও সংরক্ষিত-সাধরণ ৫৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর।

সকাল ১০টা থে‌কে দিনব্যাপী চলে ম‌নোনয়ন জমা দেয়ার কাজ। দুপুরে ম‌নোনয়ন জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ ও মনির আহমদ। শেষদিনে সংরক্ষিত নারী আসনের ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

এর আগে সোমবার বিকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান হাজী ছাবের আহমদ।

চরপাথরঘাটার গ্রাম-গঞ্জে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষণ চলছে সাধারণ ভোটারদের মধ্যে। ভোটাররা নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ যেমন চান, তেমনি এমন প্রার্থীকে ভোট দিতে চান যাদেরকে দু:সময়ে পাশে পাওয়া যাবে।

আগামী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, মামলার জটিলতায় আটকে থাকা চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নের সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, যুবলীগের সভাপতি ও চরলক্ষ্যর চেয়ারম্যান সোলায়মান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর আহমদ, শিল্পপতি লায়ন এম.এন ছাফা, এম.এ মারুফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, আনোয়ার সাদাত মোবারক, রাশেদ রানা, দিল মুহাম্মদ, শাহাদাত রিটনসহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা।

মন্তব্য নেওয়া বন্ধ।