কর্ণফুলী উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন শপথ বাক্য পাঠ করান।

শপথ পড়ানো শেষে বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসেবার যে ব্রত রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে জনসেবার ব্রত নিয়ে অর্পিত দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালন করতে হবে।

শপথ গ্রহন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বদিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. আনোয়ার পাশা, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ প্রমুখ।

গত ২ নভেম্বর অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।