চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভুল স্বাক্ষরের বাতিল হয়েছে ভাইস চেয়ারম্যান পদে ১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মাহাবুল আলম তারা, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ব্যাংকার আমির আহমদ, মোহাম্মদ আব্দুল হালিম, মহিউদ্দিন মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ, মোমেনা আকতার নয়ন, মোছাম্মৎ রানু আকতার, বানাজা বেগম, মুন্নী আকতার মনোনয়ন ফরম জমা দেন।
তিনি বলেন, তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মৎ রানু আকতার, ডা. ফারহানা মমতাজের মনোনয়ন ভুল স্বাক্ষরে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তবে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর ও ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।
মন্তব্য নেওয়া বন্ধ।