কর্ণফুলী নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, পরিবারে শোকের মাতম

চট্টগ্রামের আনোয়ারায় সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে নিখোঁজ মোহাম্মদ টিটু (৩৮) লাশ ৩ দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ।

নিহত টিটু আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা এলাকার মৃত কালু চকিদারের পুত্র। পরিবারের তার পাঁচ বছর ও তিন বছর বয়সের ২টি শিশু পুত্র, স্ত্রী ও মা রয়েছেন।

নৌকার মালিক মোহাম্মদ আলীর দাবী, গত রোববার দিবাগত রাত ২টার দিকে মাছ শিকার করে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে নৌকার চার মাঝিমাল্লা সাগরে ঝাঁপ দেয়। পরে তিনজন অন্য নৌকার সাহায্যে উঠে আসলেও টিটু নিখোঁজ ছিল।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে শোকের মাতম চলছে। তার স্ত্রী রিনা আকতার বলেন, সাগরে মাছ শিকার করতে যাবে বলে ঘর থেকে বের হয়েছিলো এখন লাশ হয়ে ফিরছে। ছোট দুই শিশু নিয়ে আমি চোখে অন্ধকার দেখছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর বলেন, ছেলেটি কখনও কারো সাথে খারাপ ব্যবহার করেনি। এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত। পরিবারে তার ছোট দুইটি বাচ্চা রয়েছে।

সদরঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে ভাসমান একটি লাশের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এদিকে নিহতের ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

মন্তব্য নেওয়া বন্ধ।