‘কর্ণফুলীবাসীর জন্য নির্মিত ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নির্মিত কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ‘এ উপজেলায় গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা। এতে করে বেকারত্ব দূর হয়েছে। কৃষকরা তাদের জমিতে তিন ফসলি চাষাবাদ করতে পারছেন না। কেউ যাতে তিন ফসলি জমিতে কোনো স্থাপনা বা কারখানা করতে না পারে সেদিকেও কঠোর নির্দেশনা রয়েছে। কারখানা ও মানুষের জানমান রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ণ ফায়ার সার্ভিস। এ ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিত চৌধুরী, ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ১১ ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প পরিচালকের উপ-সচিব মো. শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসেটিয়াম লিমিডেটের স্বত্ত্বাধিকারী মমিনুল ইসলাম।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আরও বলেন, ‘আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের উপজেলা গঠনের উদ্যোগ নেন। বাবার স্বপ্ন ছিল কর্ণফুলীবাসীকে ত্রিমুখী শাসন থেকে মুক্তি করা। বাবার সে স্বপ্ন পূরণ ও কর্ণফুলীবাসীর ভাগ্য উন্নয়নে আমি কাজ করছি। এ উপজেলা গঠন সহজ ছিলো না, নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে করা হয়েছে। কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। প্রতি ছয়মাসের মধ্যে পাল্টাচ্ছে এ উপজেলার চেহারা। বিদেশীরা এসে চিনবেন না কোথায় এসেছে। স্মার্ট উপজেলায় পরিণত হচ্ছে প্রতিনিয়ত। শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলে আনোয়ারা-কর্ণফুলীসহ সারাদেশে হয়েছে ব্যাপক উন্নয়ন। উন্নয়নের সরকার হচ্ছে আওয়ামীলীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলা বির্নিমানে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন অক্ষরে-অক্ষরে পূরণ করেছেন।’
মন্তব্য নেওয়া বন্ধ।