কর্মস্থলে যাওয়ার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে নিজ কর্মস্থলে যাওয়ার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে খোরশেদ আলম খোরশেদুল (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল চুরঁখা হাটের মাওলানা কাসেমের ছেলে এবং নাজিরহাট জননী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান এলাকায় চলন্ত মোরটসাইকেল এ ঘটনা ঘটে।

জননী ডায়াগনস্টিকের চেয়ারম্যান ও নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী চট্টগ্রাম খবরকে বলেন, খোরশেদুল আলম সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সুয়াবিল টেকের দোকান এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট পৌর মেয়র সিরাজ-উদ দৌলা চট্টগ্রাম খবরকে বলেন, সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে নাজিরহাট কর্মস্থলে যাওয়ার সময় সামনে একটি কুকুর পড়লে গাড়ি ব্র্যাক করলে নিচে পড়ে যান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হৃদক্রিয়া বন্ধে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

মন্তব্য নেওয়া বন্ধ।