কলাপাতা কাটায় মারধর, চিকিৎসাধীন নারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র চাচাতো ভাই-বোনের মারামারীর ঘটনায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এঘটনায় স্বজনরা থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান চট্টগ্রাম খবরকে বলেন, মারামারির ঘটনায় আহত ফাতেমা বেগম বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্বজনরা বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন।

তিনি জানান, গত বুধবার (১৭ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলারপাড়া গ্রামে চাচাতো ভাই রেজাউল করিমের (৪০) সঙ্গে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে আহত হয়ে ফাতেমা বেগম চমেক হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ফাতেমা একই এলাকার নুর সোবহানের স্ত্রী। এঘটনায় তার চাচাতো ভাই রেজাউল করিমের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় মামলা হয়েছে। রেজাউল একই এলাকার নাদু মিয়ার পুত্র।

ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, সম্পর্কে তারা দুইজনই চাচাতো ভাই-বোন। হাসপাতালে মারা যাওয়ার পর মৃত ফাতেমার স্বজনরা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার জড়িত রেজাউলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।