কাগজপত্রে গরমিল—টেরি বাজারের মনে রেখোসহ ৪ প্রতিষ্ঠান গুনলো জরিমানা

0

চট্টগ্রাম নগরীর টেরি বাজার এবং কেসিদে রোড এলাকার পোশা‌কের ব্রান্ড সপ ও ইফতা‌রি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অভিযান প‌রিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। এ সময় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ এপ্রিল) টেরি বাজারের মনে রেখো, কেসিদে রোডের ডেকচি বাড়ি এবং বেক এন্ড ফাস্টকে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, পোশাক আমদানির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় রশিদ, বিক্রয় রশিদ না রাখা, বি‌দেশি প‌ণ্যে আমদা‌নিকার‌কের স্টিকার না থাকা, নি‌জে‌দের ম‌তো মূল‌্য ব‌সি‌য়ে বি‌ক্রি, বা‌সি খাবার বি‌ক্রির উদ্দেশ্যে সংরক্ষণসহ নানা অনিয়মের কারণে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানান তিনি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন—অধিদপ্তরের সহকার‌ী প‌রিচালক নাসরিন আক্তার, মো. আনিসুল রহমান ও রানা দেবনাথ। এছাড়া অ‌ভিযা‌নে চট্টগ্রাম মেট্রোপলিটন পু‌লি‌শের এক‌টি চৌকস টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।