কাজের জন্য এসে চুরি, স্বর্ণসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে সঞ্জয় দেবনাথ (৩৭) নামে এক স্বর্ণ চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া চোরাইকৃত ৪ ভরি এক আনা স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে নগরের হালিশহর থানা পুলিশ।

ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার জানান, গত ২৩ জুন মামলার বাদী অপু চন্দ্র দেবনাথের ভাইয়ের পরিচয়ের মাধ্যমে কাজের জন্য হালিশহরের অপুর বাসায় আসেন সঞ্জয়। গত ২৬ জুন দুপুরে সঞ্জয় অপুর বাসার আলমারি থেকে ৪ ভরি ৭ আনা স্বর্ণ চুরি করে নিয়ে সঞ্জয় হালিশহর বাসা থেকে কুমিল্লায় বাড়িতে চলে যায়। পরে অপু বাদী নগরের হালিশহর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও জানান, ক্লুলেস স্বর্ণ চুরি মামলার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে সঞ্জয় দেবনাথকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় দেবনাথের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালী ও চান্দিনা থানা এলাকা থেকে চুরি হওয়া ৪ ভরি এক আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।