কাতার বিশ্বকাপ উম্মাদনা: আনোয়ারায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রোড-শো

কাতার বিশ্বকাপের আরমাত্র একদিন বাকি, এরই মাঝে চলছে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্বকাপ উম্মাদনা। পিছিয়ে নেই চট্টগ্রামের আনোয়ারাও। দলের জার্সি, দেশের পতাকা এবং পছন্দের দলের পতাকা, প্লে কার্ডসহ কয়েক হাজার সমর্থক মোটরসাইকেল, সিএনজি আটোরিকশা, ট্রাক নিয়ে বিভিন্ন বয়সের মানুষ রোড-শো ও গণজমায়েতের মেতেছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে দুই দলের সমর্থকরাই উপজেলার কালাবিবির দিঘীর মোড়ে রোড-শো ও গণজমায়েতে অংশ নেন।

এদিন বিকাল তিনটায় আনোয়ারায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী রোড-শো করেন এবং বিকেল ৪টায় টানেল সংযোগ সড়কে আনোয়ারা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী গণজমায়েত করেন। দুই সমর্থকদের আয়োজিত রোড-শো ও গণজমায়েতের অংশ নেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

তবে ব্রাজিল সমর্থকরা ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানের আয়োজন করেন। ব্রাজিল সমর্থকদের আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্রিড়াবিদ, জাতীয় স্কুল মহিলা ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ট ফুটবলার শিফা দাশ, শ্রেষ্ঠ রেফারি নুরুল আমিন, শ্রেষ্ঠ সাঁতারু ও আর্জেন্টিনা সমর্থক নীল জামশেদ ও ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক আমিনকে সংবর্ধনা দেন।

এতে প্রধান অতিথি ছিলেন আর্জেন্টিনা সমর্থক আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজক কমিটির মধ্যে ছিলেন, সাংবাদিক মোরশেদ হোসেন, মাসুফ উদ্দিন মাসুম, জাহাঙ্গীর আলম মাষ্টার, লায়ন আনোয়ারুল আজিম, জার্মানি সমর্থক সাংবাদিক মো. ইমরান হোসাইন, এসএম মুজিবুর রহমান, রুবায়েত খান সিফাত, এমরান হোসেন প্রমূখ।

অপরদিকে আর্জেন্টিনার সমর্থকরা টানেল সংযোগ সড়ক মোড়ে জমায়েত হয়ে একটি শুভাযাত্রা বের করে। এসময় তারা ২০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করেন। এতে অংশ নেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজক নীল জামশেদ, সাংবাদিক মোহাম্মদ সোহেল, নেজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা মো. এরফান আলী, সিরাজুল ইসলাম হৃদয়, এম.এ কবির প্রমুখ। ব্রাজিল সমর্থকদের রোড়-শোটি কালাবিবি দীঘির মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী, বন্দর সেন্টার, সিইউএফএল হয়ে পারকি সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।