কানাডা-অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে তথ্য দিতে বিএসবির বিশেষ আয়োজন

আমাদের অনেকের ইচ্ছে থাকে কানাডা-অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নেওয়ার। অভিভাবকরাও চান সন্তানদের বড় কোন বিশ্ববিদ্যালয়ে পড়াতে। কিন্তু অপর্যাপ্ত তথ্য এবং ভিসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অজানা থাকায় আমরা সমস্যার মুখোমুখি হই। আবার বিশ্বস্থ সোর্সের অভাবে তথ্য জানাও সম্ভব হয় না। তবে এবার সেই সমস্যা কাটাতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ৩ জন সার্টিফায়েড বিদেশি ডেলিগেট। যারা কানাডা-অস্ট্রেলিয়ায় পড়াশোনা, কাজ, পিআর, ভিজিটর এবং ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য সহায়তা দিবেন।

জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট পৃথক তিন স্থানে এই ডেলিগেটদের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত তথ্য সরবরাহ করা যাবে। আগামী ৬, ১৭ ও ২২ জুন ঢাকাস্থ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের গুলশান অফিসে তথ্য সহায়তা দেবেন তারা। ১৮ ও ১৯ জুন সিলেটের শাহজালাল উপশহরের হোটেল রোজ ভিউ এবং ২০ ও ২১ জুন চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে সাক্ষাৎ করবেন তারা।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিদেশি ডেলিগেটদের সাথে সাক্ষাৎ করতে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্মে এপ্লাই করতে হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা ফেসবুক পেইজে এই সংক্রান্ত অনলাইন ফর্ম দেওয়া আছে। কেবলমাত্র রেজিস্ট্রেশনকৃতরাই এই বিদেশি ডেলিগেটদের সাথে সাক্ষাৎ করতে পারবেন।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, যে সমস্ত শিক্ষার্থীরা কানাডা এবং অস্টেলিয়ায় পড়াশোনা করতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের সহায়তায় আমরা ৩ জন বিদেশি ডেলিগেটকে ইনভাইট করেছি। যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখানে তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোর্স, এডমিশন, কাজ এবং ভিসাসহ যাবতীয় বিষয়ে পরামর্শ দিবেন। যারা তথ্যের নির্ভরযোগ্য সোর্স খুঁজেন তদারা আমাদের ডেলিগেটদের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। এছাড়া কানাডা-অস্ট্রেলিয়ায় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সম্পর্কেও জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।