কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

রাঙামাটির কাপ্তাই উপজেলার কয়লারডিপু এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা ৭টায় চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লারডিপু এলাকার সুজন দাসের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বসতবাড়ি ও আসবাবপত্র সব পুড়ে গেছে। এদিকে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।