বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে কাপ্তাই থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কাপ্তাই উপজেলার লগগেইট, শিলছড়ি, বড়ইছড়ি এবং রেশম বাগান চেকপোস্টের মোড়ে মোড়ে পুলিশের টিম অবস্থান করছে।
এদিকে অবরোধে কর্তব্যরত পুলিশ সদস্যদের তদারকি করেছেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি প্রতিটি পয়েন্টে গিয়েছেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আরো জানান, কাপ্তাই থানা পুলিশের একটি কুইক রেসপন্স টিম মাঠে রয়েছে যেন কোথাও কোন সমস্যা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।