রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রাঙ্গামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছে।
রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করে।
অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেল ভবিষ্যতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাহায্য সহায়তা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কর্তব্যরত অফিসারগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।