‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই তথ্য অফিসের সহযোগিতায় উদযাপিত হয়েছে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস ২০২৩।
দিনটি উপলক্ষে বুধবার( ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।
মন্তব্য নেওয়া বন্ধ।