রাঙামাটির কাপ্তাইয়ে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের বাস্তবায়নে এবং আস্থা প্রকল্পের উদ্যোগে তিনদিনব্যাপী ‘সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব’ বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের প্রোগ্রাম মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সিভিক প্ল্যাটফর্মের রাঙামাটি জেলা সদস্য ও সাংবাদিক অর্ণব মল্লিক, আশিকা-আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্নজ্যোতি চাকমা, ফিল্ড অ্যাসোসিয়েট তুখেন চাকমা ও রাজশ্রী চাকমা।
আয়োজকরা জানান, এ রিফ্রেসার প্রশিক্ষণের মাধ্যমে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যরা সমাজে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে নেতৃত্ব প্রদানে প্রস্তুত হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে সচেতন করা হবে।
প্রশিক্ষণটি আগামী তিন দিন ধরে চলবে এবং এতে বিভিন্ন কর্মশালা, আলোচনা ও দলীয় কার্যক্রমের মাধ্যমে যুবকদের দক্ষতা ও মনোভাব গঠনের ওপর জোর দেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।