কাপ্তাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কালু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত ১১টায় কাপ্তাই থানা এলাকা সংলগ্ন ওয়াগ্গা শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের সামনে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মো. কালু ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের মোনাফের টিলা এলাকার মৃত মনির আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, থানার এসআই সাপুর বখতিয়ার খন্দকার এবং সঙ্গীয় এএসআই এএফএম সাদিক হাসান, এএসআই মো. আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার সাথে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এদিকে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে রোববার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।