কাপ্তাইয়ে উদ্ধারকৃত কাছিম কর্ণফুলী নদীতে অবমুক্ত

কাপ্তাইয়ে অভিযান চালিয়েন একটি সংকটাপন্ন অবস্থায় একটি কাছিম উদ্ধার করেছে বনবিভাগ। পরে শনিবার(২২ মার্চ) বিকালে কর্ণফুলী নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার মো ওমর ফারুক স্বাধীন জানান, কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে আনা কাছিমটি উদ্ধার করা হয়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা কাছিমটি রেখে পালিয়ে যায়।

উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ১০ কেজি।পরে এটি বিকাল ৩টায় কাপ্তাই প্রশান্তি পার্কের নিকট কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই রেঞ্জের বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষণ ফাঁড়ি কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।